সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সরকারের সাফল্য পাড়ায়-মহল্লায় এবং গ্রামে গঞ্জে জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় হচ্ছে শুধু উন্নয়ন আর উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ জেলা মহিলা আওয়ামীলীগ কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদিকা হাসনা হেনার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদিকা ইতিয়ারা বিউটি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা, এ্যাডভোকেট লিমা বেগম ও সদস্য রিবলী ইসলাম কবিতা প্রমুখ। অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদিকা হাসনা হেনার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদিকা ইতিয়ারা বিউটি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা, এ্যাডভোকেট লিমা বেগম ও সদস্য রিবলী ইসলাম কবিতা প্রমুখ। অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।