কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫ বৈশাখেই সিরাজগঞ্জের শাহজাদপুরে হতে যাচ্ছে তাঁর নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে শাহজাদপুরের কাচারিবাড়িতে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে ২৫ বৈশাখ থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এ তথ্য নিশ্চিত করে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে এ অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। আশা করি এ বিশ্ববিদ্যালয় বাঙালি ঐতিহ্য লালনের পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে অবদান রাখবে।
শাহজাদপুরে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্রসহ ক্ষমসাসীন দল আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী শুক্রবার সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়া শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রংধনু কিন্ডার গার্টেন এ্যান্ড মডেল হাইস্কুল, ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও কলেজ, রাজনৈতিক দল, প্রেস কাব, মুক্তিযোদ্ধা সংসদ এবং নানা শ্রেণি ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক আনন্দ র্যালি বের করা হয়। এ সময় পথে পথে মিষ্টি বিতরণ করা হয়।
র্যালি শেষে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের স্থানীয় বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আজাদ রহমান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।