সোমবার, ৯ মার্চ, ২০১৫

'সব জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসছে'


    রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের সকল জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

     রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের সকল জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শীঘ্রই ৮টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাকে এর আওতায় নিয়ে আসা হবে।
     
    সোমবার জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল ৫টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
     
    সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মুজিবুল হক জানান, দেশের ৬৪ জেলার মধ্যে ৪৪ জেলা রেলপথ সুবিধার মধ্যে রয়েছে। দেশের সব জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলমান প্রকল্পের আওতায় শীঘ্রই বাগেরহাট, কক্সাবাজার, সাতক্ষীরা, মেহেরপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ও নড়াইল নতুনভাবে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। বাকি জেলা পর্যায়ক্রমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে বলে জানান তিনি।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।