রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

সিরাজগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচির পাশাপাশি ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে সিরাজগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে পিকেটাররা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শৈলাবাড়ি পাউবোর বাঁধের ওপর এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেলসহ তিন পিকেটারকে আটক করেছে পুলিশ।
 
আটককৃতরা হলেন, শহরের নয়নমোড় এলাকার রাজু আহম্মেদ (৪২), সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের তরিকুল ইসলাম (২০) এবং ফকিরতলা এলাকার মোহাম্মদ ঈছা (১৮)।
 
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ জানান, হরতাল সমর্থকরা পিকেটিংয়ের উদ্দ্যেশে শৈলাবাড়ি এলাকায় জড়ো হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। তবে সেটা কিছুটা দূরে বিষ্ফোরিত হওয়ায় কোন পুলিশ সদস্য আহত হয়নি।
 
তিনি জানান, পরে পুলিশও পাল্টা অগ্রসর হলে তাদের সাথে ধাওয়া ও পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ককটেলসহ তিনজনকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।