সিরাজগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে আজাহার আলী রাজাখান ১৬৯ পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল হাই সেখ পেয়েছেন ২৩ ভোট এবং অপর প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছেন ২ ভোট। এবং সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান দুদু ১৪২ পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান সাধারন সম্পাদক আব্দুস সাত্তার শিকদার পেছেন ৭৮ ভোট। সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনুসর আলী অডিটোরিয়ামে ১০ বছর পর অনুষ্ঠিত সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামীলী কার্যালয়ে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন করা হয়। রবিবার সকালে সম্মেলনে প্রথম পর্বে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় সদর থানা আওয়ামীলীগের সভাপতি গাজী আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. আব্দুর রহমান, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল খান, অ্যাডভোকেট আব্দুর রহমান পিপি, অ্যাডভোকেট বিমল কুমার দাস, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিনসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।