শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগী লাইনচ্যুত উত্তরাঞ্চল ও খুলনার সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন৷

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ইকোপার্কের নিকট রাজশাহী এক্সপ্রেস লোকাল ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগী লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চল ও খুলনার সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

ঈশ্বরদী থেকে ঢাকা যাবার পথে সয়বাদ স্টেশন থেকে ছেড়ে যাবার পর সেতুতে উঠার আগে রোববার সকাল সকাল ৮ টা ২০ মিনিটের দিকে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। ট্রেনের যাত্রী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের আমিরুল ইসলাম টিপু জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের কোন ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। ট্রেনটি ল্ইানচ্যুত হলেও ছিটকে পড়ে যায়নি, দাড়িয়েই রয়েছে। তবে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

ঢাকা, খুলনা ও রাজশাহী অভিমুখে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল আউয়াল ভুইয়া সকাল ৯টার দিকে জানান, খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন সেখানে উদ্ধারে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।