আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২৩ দিন। এর মধ্যে ১২ দিন শুক্র ও শনিবার ভাগ পড়ায় সাপ্তাহিক ছুটিতে কেটে যাবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।মন্ত্রীপরিষদ সচিব জানান, আগামী ইংরেজি বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে নয় দিনই পড়েছে শুক্র ও শনিবার।তাই প্রকৃতপক্ষে নীট ছুটি থাকবে ছয় দিন।আর নির্বাহী আদেশে ছুটি থাকবে আট দিন।
তাই আগামী ২০১৫ সালে ২৩ দিন ছুটির মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রকৃত পক্ষে ১১ দিন ছুটি পাবেন।আগামী ইংরেজি বছরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (১২ রবিউল আউয়াল) আসবে দুইবার।এ জন্য একই বছরে দু’দিন ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।মন্ত্রিপরিদ সচিব বলেন, খ্রিষ্টীয় বছর হয় ৩৬৫ দিনে আর হিজরী বছর হয় ৩৫৪ দিন।তাই আগামী ২০১৫ সালে দু’বার ঈদে মিলাদুন্নবী পাওয়া যাবে। আগামী বছরের ৪ জানুয়ারি ও ২৪ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হবে।এ দু’দিন সরকারি ছুটি থাকবে।