শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমায় তীরবর্তী পৌর এলাকার ৫টি গ্রামে অন্তত ৫০টি বসতবাড়ি বিলীন৷

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী পৌর এলাকার ৫টি গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছে। গত ৭ দিনের ভাঙনে বিলীন হয়েছে অন্তত ৫০টি বসতবাড়ি। ঝুঁকির মধ্যে রয়েছে আরও শতাধিক বসতবাড়ি ৷
সিরাজগঞ্জে কয়েক দিনের ভাঙনে শহরের বাইপাস সড়ক ও বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি চরমালশাপাড়া, বিয়ারাঘাট, ঘোনাপাড়া, পাইকপাড়াসহ আশাপাশের ৫টি গ্রামের অন্তত অর্ধশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙন আতংকে অনেকেই তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, বন্যার সময় শহরের হোসেনপুর মোল্লাবাড়ি ক্রসবার বাঁধে ধ্বস দেখা দেয়। ধ্বসের সেই স্থান দিয়ে যমুনা নদী থেকে পানি পৌর এলাকায় ঢোকে।

পৌর এলাকার ভাঙন নিয়ন্ত্রণে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধ মেরামতের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।