মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

সিরাজগঞ্জের ৪ উপজেলা নির্বাচনে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

সিরাজগঞ্জে প্রথম ধাপে ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে ৪৪ জন চেয়রম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

যারা প্রতীক পেলেন তারা হলেন:
সিরাজগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা মো. রিয়াজ উদ্দিন (আনারস), মোঃ নাসিম রেজা নুর(দিপু)
(টিউবওয়েল), বিএনপির মজিবুর রহমান লেবু (দোয়াত কলম), জামায়াতের শহিদুল ইসলাম (কাপ পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী মহিববুল্লাহ (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা গাজী আমিনুল ইসলাম (ছাতা), বিএনপির নেতা ভিপি শামীম আহমেদ (উড়োজাহাজ), জাসদের নাজমুল ইসলাম মুকুল (তালা), স্বতন্ত্র প্রার্থী জামাত আলী মুন্সী (চশমা), দিলীপ কুমার গৌড় (মাইক) প্রতীক পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা নূরুন্নাহার খানম (সিলিং ফ্যান) এবং বিএনপি নেতা সাবিনা ইয়াসমিন হাসি (কলস) প্রতীক পেয়েছেন।

কাজিপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল (দোয়াত কলম), আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস), বিএনপি নেতা এড. রবিউল হাসান (কাপ পিরিচ)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বেলাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. জুই পারভীন (হাঁস), সুলতানা হক (কলস), রেহানা খাতুন (সিলিং ফ্যান) ও সুফিয়া বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন।

উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এড. মারুফ বিন হাবিব (ঘোড়া), বিএনপি নেতা এ্যাড. শামসুল হক (মোটরসাইকেল), জামায়াত নেতা অ্যাড. জাহিদ হোসাইন (আনারস), স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মাহফুজ (দোয়াত কলম) পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সোহেল রানা (চশমা), বিএনপি নেতা আব্দুস সালাম (বৈদ্যুতিক বাল্ব), জামায়াত নেতা শাহজাহান আলী (তালা), জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন (টেলিফোন), একরামুল ফয়সাল শিবলু (উড়োজাহাজ) ও আবুল কালাম আজাদ (টিউবওয়েল) পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আফরোজা ইয়াসমিন লিপি (কলস) ও বিএনপি নেতা মনিজা মোমেন (পদ্মফুল) পেয়েছেন।

রায়গঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা জিন্নাহ আলমাজি (ঘোড়া), বিএনপি নেতা ভিপি আইনুল হক (দোয়াত কলম), জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার (মোটরসাইকেল), আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী রইচ উদ্দিন জয়নাল (আনারস)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা খন্দকার শরিফুল ইসলাম (টিয়াপাখি), বিএনপি নেবতা জাহিদুল ইসলাম (টিউবওয়েল), জামায়াত নেতা অ্যাড. মনিরুল ইসলাম জাফর (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা লিনা হক লুৎফা (কলস), বিএনপি নেতা শিউলী ইয়াসমিন (প্রজাপতি), নিস্কৃতি দাস (পদ্মফুল) এবং নিলুফা ইয়াসমিন রিনা (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।