রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

তাড়াশ উপজেলা নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় পূর্বে উপজেলা নির্বাচনে রোববার দুপুরে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে করে তাড়াশ উপজেলা সহকারী রিটানিং অফিসার ও ইউএনও শরীফ রায়হান কবিরের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হক ও উপজেলা বিএনপি সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।

ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, যুবদলের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও জামায়াতের অধ্যাপক আবু বক্কার সিদ্দিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম মিনি, কুমারী বিউটি সরকার, নুরুন্নাহার খাতুন, শিউলি খাতুন, ইয়াসমিন রুকসানা, সালেহা খাতুন, নাসরিন সুলতানা মনোনয়নপত্র দাখিল করেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।