শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪


যেসব আসনে আজ ভোটযুগান্তর রিপোর্টপ্রকাশ : ০৫ জানুয়ারি, ২০১৪দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৭ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি ১৫৩ আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই সব আসনে ভোটগ্রহণ করা হচ্ছে না। ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলায় ভোট হবে। ভোট হচ্ছে না চাঁদপুর, রাজবাড়ী, জয়পুরহাট, শরীয়তপুর ও মাদারীপুর জেলায়। এই জেলাগুলোর সব আসনেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।নির্বাচন হচ্ছে ১৪৭ আসনে : যেসব আসনে নির্বাচন হচ্ছে তা হল পঞ্চগড়-১ ও ২, ঠাকুরগাঁও-১ ও ৩, দিনাজপুর-১, ৩, ৪, ৫ ও ৬, নীলফামারী-১ ও ৩, লালমনিরহাট-১ ও ৩, রংপুর-৩, ৪, ৬, কুড়িগ্রাম-১, ৪, গাইবান্ধা-১, ২, ৩, ৪, বগুড়া-৪ ও ৭, চাঁপাইনবাবগঞ্জ-২, নওগাঁ-৩, ৪ ও ৫, রাজশাহী-৩, ৬, নাটোর-৩, সিরাজগঞ্জ-৫, পাবনা-১ ও ৩, মেহেরপুর-১ ও ২, কুষ্টিয়া-১, ৩, ৪, চুয়াডাঙ্গা-১ ও ২, ঝিনাইদহ-১, ২, ৩, ৪, যশোর-২, ৪, ৫ ও ৬, মাগুরা-১ ও ২, নড়াইল-২, বাগেরহাট-৪, খুলনা-১, ২ ও ৩, সাতক্ষীরা-১ ও ২, বরগুনা-১ ও ২, পটুয়াখালী-১ ও ৩, ভোলা-২ ও ৩, বরিশাল-২, ৩, ৪, ঝালকাঠী-১, পিরোজপুর-৩, টাঙ্গাইল-২, ৫ ও ৬, জামালপুর-১, ২, ৪, ও ৫, শেরপুর-১, ২ ও ৩, ময়মনসিংহ-৩, ৬, ৭, ১০ ও ১১, নেত্রকোনা-১, ২ ও নেত্রকোনা-৩, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-১, ২, ঢাকা-১, ৪, ৫, ৬, ৭, ১৫, ১৬, ১৭ ও ১৮, গাজীপুর-৪, নরসিংদী-১, ২ ও ৩, নারায়ণগঞ্জ-১, ফরিদপুর-৪, গোপালগঞ্জ-১, ২ ও ৩, সুনামগঞ্জ-১ ও ৩, সুনামগঞ্জ-৫, সিলেট-২ ও ৪, মৌলভীবাজার-১ ও ২, হবিগঞ্জ-২, ৩, ও ৪, ব্রাহ্মণবাড়িয়া-১, ২, ৩ ও ৫, কুমিল্লা-১, ৩, ৪, ৫, ৬, ৮ ও ৯, ফেনী-৩, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, লক্ষ্মীপুর-৪, চট্টগ্রাম-২, ৩, ৪, ৯, ১১, ১২, ১৩, ১৫ ও ১৬, কক্সবাজার-৪, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।নির্বাচন হচ্ছে না ১৫৩ আসনে : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিনে ১৫৪ আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। ফলে স্ব স্ব আসনের রিটার্নিং অফিসাররা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এর মধ্যে হাইকোর্ট কুমিল্লা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এএসএম কামরুল ইসলামের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে। ফলে ইসি ওই আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। ফলে এখন ১৫৩ আসনে ভোট হচ্ছে না। এই আসনগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১২৭, জাতীয় পার্টি (জাপা) ২০, জাতীয় সমাজতান্ত্রিক পার্টি-জাসদ তিন, ওয়ার্কার্স পার্টি দুই এবং জাতীয় পার্টি-জেপি প্রার্থীরা একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।১৫ জেলায় একটি আসনে নির্বাচন : ১৫ জেলায় একটি আসনে নির্বাচন হবে। এর মধ্যে আছে সিরাজগঞ্জ, নাটোর, নড়াইল, বাগেরহাট, ঝালকাঠী, পিরোজপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ফেনী, নোয়াখালী, কক্সবাজার।১১ জেলায় সব আসনে নির্বাচন : নির্বাচনে ১১ জেলার সবগুলো আসনে ভোট হচ্ছে। এই জেলাগুলো হলো গোপালগঞ্জ, শেরপুর, পঞ্চগড়, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বরগুনা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।আংশিক ভোট হবে যেখানে : রাজধানী ঢাকাসহ যেসব জেলায় আংশিক ভোট হবে সেগুলো হচ্ছে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, বগুড়া, রাজশাহী, পাবনা, সাতক্ষীরা, ভোলা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, লক্ষ্মীপুর।- See more at: http://www.jugantor.com/first-page/2014/01/05/56089#sthash.GBA5AOJz.dpuf

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।