আগামী ১০ম জাতীয় নির্বাচনে মনোনায়ন পত্র বাতিল ও প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় সিরাজগঞ্জের ৬টি আসনের ৫টিতেই আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নির্বাচিতরা হলেন।
সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর)মোহাম্মদ নাসিম,
সিরাজগঞ্জ-২(সদর ও কামারখন্দ) প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না,
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) গাজী ইসহাক হোসেন তালুকদার,
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) তানভীর ইমাম
সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) হাসিবুর রহমান স্বপন।
অপরদিকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আ'লীগ মনোনিত প্রার্থী মজিদ মন্ডল, স্বতন্ত্র সোনিয়া সবুর, স্বতন্ত্র আতাউর রহমান, জাতীয় পার্টির আবুল হাসনাত গোফরান ও একই দলের আবু বকর সিদ্দিকী বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ৫ জানুয়ারী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।উল্লেখ্য, ৬টি আসনে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
আজ সন্ধ্যার পর জেলা প্রশাসক রির্টানিং অফিসার মোঃ বিল্লাল হোসেন প্রধান নির্বাচন অফিস থেকে সিদ্ধান্ত ও মতামত নেবার পর তাদেরকে বেসরকারীভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষনা করেন।
এদিকে, ঘোষনার পর পরই সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি চিকিত্সক মুন্না জেলা প্রশাসকের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, জেলা আ'লীগের সাধারন সম্পাদক অ্যাডঃ কে.এম.হোসেন আলী হাসান, জাসদ প্রত্যাহার প্রার্থী আবু বকর ভূইয়া, প্রমুখ উপস্থিত ছিলেন।