সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের
আহ্বানে বেলকুচি, চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা
গণপদত্যাগপত্র প্রত্যাহার করেন।
সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আগামী নির্বাচনে মনোনয়ন না দেয়ায় ২৯ নভেম্বর রাতে তার নির্বাচনী এলাকার সব পর্যায়ের নেতাকর্মী গণপদত্যাগের ঘোষণা দেন।
এ ঘটনার পর শুক্রবার সকালে আব্দুল লতিফ বিশ্বাস ঢাকা থেকে বেলকুচি উপজেলার উদ্দেশে রওনা হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে তাকে স্বাগত জানান।
পরে দলীয় কার্যালয়ে বক্তব্যে তিনি নেতাকর্মীদেরকে ধৈর্যধারণ করে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এ সময় অনেক নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আগামী নির্বাচনে মনোনয়ন না দেয়ায় ২৯ নভেম্বর রাতে তার নির্বাচনী এলাকার সব পর্যায়ের নেতাকর্মী গণপদত্যাগের ঘোষণা দেন।
এ ঘটনার পর শুক্রবার সকালে আব্দুল লতিফ বিশ্বাস ঢাকা থেকে বেলকুচি উপজেলার উদ্দেশে রওনা হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে তাকে স্বাগত জানান।
পরে দলীয় কার্যালয়ে বক্তব্যে তিনি নেতাকর্মীদেরকে ধৈর্যধারণ করে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এ সময় অনেক নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।