সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মনোনয়নের দাবীতে বিক্ষোভ

Abdul-Lotif-Bisshas
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন না দেয়ায় বেলকুচি উপজেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন কর্মসুচি অব্যহত রয়েছে।রবিবার বেলকুচি উপজেলার চালায় হাজার হাজার বিক্ষুদ্ধ নেতা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
 
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সদ্য পদত্যাগী বেলকুচি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ফ.ম ইউসুফজী খানের সভাপতিত্বে নেতারা আব্দুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। অন্যথায় আগামীতে মানববন্ধন সহ কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।