সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

ডা. হাবিবে মিল্লাত মুন্না’র মনোনয়নপত্র দাখিল

ডা. হাবিবে মিল্লাত মুন্না’র মনোনয়নপত্র দাখিল

Sirajgonj Photo 2 asne Mnenynptr dakhin     01-12-13
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসন থেকে জেলা আওয়ামীলীগ নেতা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রটি জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের নিকট দাখিল করেছেন। রবিবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী, সহযোগী অঙ্গ সংগঠন, জেলা মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, শহর, থানা আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মী, সামাজিক, রাজনৈতিক ও প্রতিষ্ঠানের সকল স্তরের মানুষ এতে যোগ দেন। সেখানে দশম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনে মনোনয়নপত্র পাওয়া অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ডা. অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্নাকে মনোনয়নপত্র দেয়ায় সিরাজগঞ্জবাসীর তরফ থেকে স্বাগত জানাই। এবং আমরা সবসময় তার পাশে রয়েছি। সিরাজগঞ্জের জনগণ ও দেশের সমৃদ্ধি নিয়েই বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলে বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। ইনশাআল্লাহ আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবো। আপনারা তারা জন্য দোয়া করবেন। তাকে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। ডা. অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘আপনাদের দোয়া নিয়ে আজ আমি দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে সিরাজগঞ্জ জেলার উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই এবং শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিরাজগঞ্জবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ।’
সমাবেশ শেষে সকলের উপস্থিতিতে মোনাজাত দোয়া করা হয়। এরপর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্থানীয় মুরুব্বীদের নিয়ে জেলা প্রশাসন কক্ষে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রটি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের নিকট দাখিল করেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।