বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি শুক্রবার একই সময়ে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ সিদ্ধান্তের কথা জান‍ায় জেলা প্রশাসন। পরে শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সিরাজগঞ্জ শহরের শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে জনসভা আহবান করে জেলা বিএনপি কয়েক দিন আগে। পরে জেলা আওয়ামীলীগ বুধবার একই স্থানে একই সময় জনসভা আহবান করে।একই সময়ে ও একই স্থানে সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কায় ওই স্থানে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে, জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, গণতান্ত্রিক অধিকার হরণ করতেই পরিকল্পিতভাবে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।