মঙ্গলবার, ২২ মে, ২০১৮

অভিনেত্রী তাজিন আহমেদ স্মরণে কবি কামরুন নাহার সিদ্দিকার অন্তর্ধান

কি এত তাড়া ছিলো ফেরার?
অতটা ছটফটানি কেন ছিল তার
শেষ দেখা হয়েছিল তার সাথে পল্টনের মুখে
সে ছিলো ছুটন্ত রিক্সায়
আমি দেখতে পাইনি,
চোখ ছিল সচিত্র  পত্রিকায়।
 সে দেখেছিলো,হাতের ইশারায় ডাকছিলো আমায়
জনতার শোরগোল অনুসরণে যখন দৃষ্টি ফেরালাম,
ত্রিচক্রযান হাওয়ার বেগে অদৃশ্য হলো গলিপথে
আমি তার পেছন ফেরা হাসি মুখ দেখলাম 
দু দন্ডের তরে,গজদন্তের ঝিলিক 
তারপর মিলিয়ে গেলো। 
মানষ পটে মুখখানি ভেষে উঠে প্রায় ই।
আজ মনে হল দাঁড়াই গিয়ে
  ওই পল্টনের কোণাটায়
হাত নাড়িয়ে তার উচ্ছলতার জবাব দেব
যখনি ত্রিচক্রযান তাকে নিয়ে 
 গলিমুখে হারিয়ে যেতে থাকবে শুধু আর একটি বার। 

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপন উপলক্ষে জেলা ছাত্রলীগের অানন্দ মিছিল

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর সফল উৎক্ষেপণ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আলহাজ আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা বিন আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলার দলীয় কার্যালয় থেকে শহর প্রদিক্ষণ করে। 
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আবু ইউসুফ সূর্য বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপ এই স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপন তথ্য প্রযুক্তির উন্নয়নে এক যুগান্তকারী মাইল ফলক। বঙ্গবন্ধু স্বাধীনতার পর যেমন ভূ-উপগ্রহ তৈরি করেন, তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে এই স্যাটেলাইট সফল ভাবে  উৎক্ষেপন বাস্তবায়িত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লা বিন আহমেদ সমাপনী বক্তব্যে উপস্থিত জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিলে অংশগ্রহণ করায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগের নেতা কর্মীদের ধন্যবাদ জানান। এবং বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, গত শনিবার রাতে বাংলাদেশের প্রথম যোগাযোগ কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট -১’ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ হয়। এদিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

অহেতুক অভিযোগ করা বিএনপির পুরানো অভ্যাস-মোহাম্মদ নাসিম

খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪  দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অহেতুক অভিযোগ করা বিএনপির পুরানো অভ্যাস।খুলনায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগনের রায় আওয়ামীলীগ মেনে নেবে।
মন্ত্রী মঙ্গলবার (১৫ই মে) দিনভর তাঁর নির্বাচনী এলাকা কাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন শেষে বিকালে সিরাজগঞ্জ শহর উপকন্ঠে শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫ শ’ শয্যা বিশিস্ট হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে এক দিকে মহা আকাশে বাংলাদেশ স্থান করে নিয়েছে, অপর দিকে দেশের তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

তিনি আরো বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। জঙ্গী দমন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব ইতিহাসের বিরল ঘটনা। জঙ্গী দমন এবং উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন উন্নয়ন এবং ভালবাসা দিয়ে মানুষের মন জয় করে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করবে।
তিনি সকালে কাজীপুরের স্বাধীনতা স্কয়ার নির্মাণ কাজ পরিদর্শন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ঢেকুরিয়া-রতনকান্দি জেসি রোড প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন, ৪ শ’৬৫ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বিভাগের বাস্তবায়নাধীন নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি কাজীপুরে নির্মাণাধীন মেডিকেল এ্যাসিটেন্ট ট্রেনিং স্কুল এফডব্লিউভিটিআই প্রকল্প, ও শেখ হাসিনা নার্সিং কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দকিা, পুলিশ সুপার  মিরাজ উদ্দিন আহম্মেদ,পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, এইচইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সহ সংশিস্ট বিভাগের  উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

শুক্রবার, ১১ মে, ২০১৮

শেখ হাসিনার একদিকে মহাকাশ জয় অন্যদিকে তৃণমূলের আর্থ-সামাজিক উন্নয়ন করছেন- মোহাম্মদ নাসিম

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ জয় অন্যদিকে তৃণমুলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করা যাচ্ছেন মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন নির্বাচনে জনগন সঠিক সিদ্ধান্ত নিতে কোন ভুল করবেন না - আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং আগুনে পুড়িয়ে যারা মানুষ হত্যা করে এ দেশের জনগন তাদের ভোট দেবে না। তারা জনগণের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি আরো বলেছেন- এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের মুক্তিযুদ্ধের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে, নাকি পাকিস্তানের প্রেতাত্বা ঘাতকেরা দেশ শাসন করবে, তা জনগনকেই সিদ্ধান্ত নিতে হবে।  তিনি শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার খেলার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন।ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আ
আয়েজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম। বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষি বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, কাজিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।  ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের এই সম্মেলনে প্রধান অতিথি মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে পাশ্ববর্তী বাগবাটি, রতনকান্দি ও বহুলী ইউনিয়ন থেকে দলের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত হলে সম্মেলন স্থল বিশাল জনসভায় রুপ নেয়। সম্মেলন উদ্বোধন করেন মনসুর নগর  থানা আওয়ামীলীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন।
জনসভায় সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন  উন্নয়ন এবং ভালবাসা দিয়ে জনগনের কাছে ভোট চাইতে হবে। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সহ অবকাঠামোগত সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার ভোট চাইতে হবে। নির্বাচনী মাঠে একা খেলতে কোন মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামীলীগ ভোটে জিততে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে হ্যাট্রিক করতে চায়। 

শেখ হাসিনার একদিকে মহাকাশ জয় অন্যদিকে তৃণমূলের আর্থ-সামাজিক উন্নয়ন করছেন- মোহাম্মদ নাসিম

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ জয় অন্যদিকে তৃণমুলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করা যাচ্ছেন মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন নির্বাচনে জনগন সঠিক সিদ্ধান্ত নিতে কোন ভুল করবেন না - আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং আগুনে পুড়িয়ে যারা মানুষ হত্যা করে এ দেশের জনগন তাদের ভোট দেবে না। তারা জনগণের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি আরো বলেছেন- এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের মুক্তিযুদ্ধের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে, নাকি পাকিস্তানের প্রেতাত্বা ঘাতকেরা দেশ শাসন করবে, তা জনগনকেই সিদ্ধান্ত নিতে হবে।  তিনি শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার খেলার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন।ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আ
আয়েজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম। বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষি বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, কাজিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।  ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের এই সম্মেলনে প্রধান অতিথি মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে পাশ্ববর্তী বাগবাটি, রতনকান্দি ও বহুলী ইউনিয়ন থেকে দলের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত হলে সম্মেলন স্থল বিশাল জনসভায় রুপ নেয়। সম্মেলন উদ্বোধন করেন মনসুর নগর  থানা আওয়ামীলীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন।
জনসভায় সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন  উন্নয়ন এবং ভালবাসা দিয়ে জনগনের কাছে ভোট চাইতে হবে। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সহ অবকাঠামোগত সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার ভোট চাইতে হবে। নির্বাচনী মাঠে একা খেলতে কোন মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামীলীগ ভোটে জিততে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে হ্যাট্রিক করতে চায়। 

গ্রুপিং বুজিনা আমরা শেখ হাসিনার কর্মী -মীর মোশারফ

ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সিরাজগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মীর মোশারফ হোসেন বলেছেন, আমরা রাজনীতি করি গ্রুপিং বুজিনা, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী। 
তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে এবং বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। 
তিনি আরও বলেন উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে আওয়ামীলীগের বিকল্পনেই। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়ে যেই আসুক নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছী মাদ্রাসা মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটিসিএলের সাবেক পরিচারক ও ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি ডঃ আবু ছাইদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহাদৎ হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান আবু সামা, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বদর তালুকদার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্না, জেলা যুবলীগের সহ-সভাপতি রাজু আহাম্মেদ, উপজেলা যুবলীগ নেতা রাজিব আহাম্মেদ, ওয়ার্ড নেতা আলম শেখ প্রমুখ। 

বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

বঙ্গবন্ধু কন্যা একদিকে মহাকাশ জয় অন্যদিকে প্রান্তিক মানুষের উন্নয়নে করে চলেছেন- নাসিম 

আওয়ামীলীগের প্রেসিডিয়াম, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর আদর্শ একাডেমি মাঠে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৬টি আদি পেশায় নিয়োজিত ব্যক্তিদের ‘অন দ্যা জব  প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃেত্ব একদিকে মহাকাশ জয়ের কাজ করছে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করে কাছ করছেন। শেখ হাসিনা দেশ ও জনগণকে আলোকিত করেছেন। জঙ্গীবাদ দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন। 

তিনি এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আরো বলেন, এ নির্বাচনে  ভোট প্রয়োগে ভুল হলে  দেশে আবারও জঙ্গীবাদের উত্থান হবে, হাওয়া ভবন পুণ প্রতিষ্টা হবে, আলোকিত দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করে তাকে সাথে নিয়েই আপনারা নির্বাচনে আসুন। খেলা হবে নির্বাচনী মাঠে। জনগণ সিদ্ধান্ত নেবে, কারা ক্ষমতায় আসবে। মাঠ ছেড়ে বিএনপিকে না পালানোর আহবাস জানিয়ে নাসিম বলেছেন- আওয়ামীলীগ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আমরা নির্বাচন দেখে ভয় পাই না। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন  প্রকল্পের উদ্বোধন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর এই উন্নয়নের মুল স্রোতের সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দেশের ৮টি জেলায় একযোগে প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু হয়েছে। 

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মো. ইউসুফ, এটুআই প্রকল্পের পরামর্শক ফিরোজ আলম, প্রকল্প পরিচালক কামরুজ্জামান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।