সিরাজগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, ঢাকা থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে যাত্রী নামিয়ে দেয়ার পর ইঞ্জিন ঘুরানোর সময় এর দুইটি চাকা লাইনচ্যুত হয়। পরে স্থানীয় রেলওয়ের কর্মী দ্বারা চাকাটি উদ্ধারের পর রায়পুর স্টেশনে ইঞ্জিনটি ঘুরানো হয়।
সিরাজগঞ্জ এক্সপ্রেসের চালক আসাদুজ্জামান জানান, সদ্য নির্মিত লুপ লাইনে ত্রুটির কারনেই ইঞ্জিনটি লাইনচ্যুত হচ্ছে।
এদিকে এঘটনার আগের দিন রোববার রাত ৯টার দিকে একই স্থানে চাঁপাই নবাবগঞ্জ থেকে আসা রাজশাহী এক্সপ্রেস নামের একটি মেইল ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়। পরে ইশ্বরদী থেকে একটি রিলিফ ক্রেন এনে ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছিল।
এদিকে এঘটনার আগের দিন রোববার রাত ৯টার দিকে একই স্থানে চাঁপাই নবাবগঞ্জ থেকে আসা রাজশাহী এক্সপ্রেস নামের একটি মেইল ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়। পরে ইশ্বরদী থেকে একটি রিলিফ ক্রেন এনে ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছিল।