শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

এসপিএল টি-২০ আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স

সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স
 
সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০ আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স । আজ হবে বাঘ আর সিংহের লড়াই। আজ রয়েছে ২টি ম্যাচ প্রথম খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ স্টার বনাম সিরাজগঞ্জ নাইট রাইডার্স। এবং দ্বিতীয় ম্যাচে অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স। প্রথম ম্যাচ হবে সকাল ৯টায় এবং দ্বিতীয় ম্যাচ হবে দুপুর ১টায়। টাইগার্স থেকে খেলবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশুরাফুল এবং লায়ন্স তেকে খেলবে ঢাকা প্রিমিয়ার লীগের খেলোয়ার রাতুল এবং রাজশাহী কিংসের খেলোয়ার মিজান। মাঠে ধারা বর্ননা করবেন ক্রীড়া ভাস্বকর এলিস বচ্চন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।