মঙ্গলবার, ১২ মে, ২০১৫

গৃহবধূ টুসিকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের ছেলে উইলিয়াম ও মেয়ে কুইন রহমানের বিরুদ্ধে

সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের পূত্র শামস এলাহি উইলিয়ামের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এটিএন বাংলার প্রযোজক ও উপস্থাপক কুইন রহমান ও তার মা লাইলী রহমানকেও।
লিখিত অভিযোগসূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের আমলাপাড়া মহল্লার আশরাফুল বারির মেয়ে সোনিয়া আশরাফ টুসি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগে স্নাতক সন্মান অধ্যায়নকালে ঐ কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের ছেলে শামস এলাহি উইলিয়ামসের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে ২০০৯ সালে উভয় পরিবারের সম্মতিতে শামস এলাহি উইলিয়ামস ও সোনিয়া আশরাফ টুসির বিয়ে হয।

বিয়ের পর থেকে টুসি ও উইলিয়ামস ঢাকার পূর্ব তেজতুরিবাজারস্থ ট্রপিক্যাল হোমসের একটি ফ্্যাটে ভাড়া থাকত। বিয়ের কিছুদিন পর থেকেই উইলিয়ামস হঠ্যাৎই টুসির উপর মানসিক ও শাররিক নির্যাতন শুরু করে। এতে উইলিয়ামসের মা লাইলি রহমান ও বোন কুইন রহমানও অংশ নেয়। এরা দুজনেও প্রায়ই টুসির উপর শাররিক ও মানসিক নির্যাতন করত।
এরই একপর্যায়ে চলতি বছরের ৫ই মে বিকালে ঢাকার পূর্ব তেজতুরিবাজারস্থ ট্রপিক্যাল হোমসের ফ্ল্যাটে সোনিয়া আশরাফ টুসির ফাসিতে ঝুলানো লাশ পাওয়া যায়। খবর পেয়ে টুসির পরিবারের সদস্যরা ঢাকায় গেলে তাদের জানানো হয় টুসি আত্বহত্যা করেছে।
কিন্তু আলামত দেখে সন্দেহ হলে ও টুসির উপর পূর্বের নির্যাতনের বিষটিকে কেন্দ্র করে নিহত সোনিয়া আশরাফ টুসির পিতা আশরাফুল বাড়ি বাদি হয়ে ঢাকার তেজগাও থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। এ বিষয়ে তদন্ত চলছে।

রবিবার, ১০ মে, ২০১৫

দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চৌধুরী আর নেই

দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অসিত বরন চৌধুরী ওরফে স্বপন চৌধুরী আর নেই। রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে রেখে গেছেন। তিনি বেলকুচি উপজেলার চালা আদালত পাড়ার বাসিন্দা।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বেলকুচি ডিগ্রী কলেজে অধ্যাপনা করেছেন। অধ্যাপনায় অবসরের পরও তিনি শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা করে গেছেন। দেশের সনামধন্য বিভিন্ন পত্রিকায় স্বার্থকতার সাথে সাংবাদিকতা করেছেন। সব শেষে দৈনিক যুগান্তর প্রকাশিত হবার পর প্রকাশকালীন সময় থেকে সর্বশেষ দিন পর্যন্ত তিনি এই পত্রিকার জেলা প্রতিনিধির দ্বায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বেলকুচির মহাসশ্মানের প্রতিষ্ঠাতা, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজ সেবা করে গেছেন। তার এই মৃত্যু খবর সিরাজগঞ্জে পৌছলে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গত ১৫ দিন আগে তীব্র শ্বাসকষ্ট হলে সিরাজগঞ্জ থেকে তাকে ঢাকা নেয়া হয়। তার লাশ ঢাকা থেকে রোববার রাতে তার নিজ বাড়ি বেলকুচিতে নিয়ে আসা হয় এবং রাতেই বেলকুচি মহাসশ্মনে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।

তার এই আকস্মিক মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, বেলকুচি আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও জেলায় কর্মরত সকল সাংবাদিক শোক জানিয়েছে। একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোমবার, ৪ মে, ২০১৫

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি সাজছে বর্ণিল রূপে


আমিনুল ইসলাম খান রানা, সিরাজগঞ্জ॥
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আসবেন। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে চলছে রাস্তা মেরামতসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ব্যস্ত হয়ে পড়েছে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও এসএসএফ সদস্যরা। কারও যেনো দমফেলার ফুসরত নেই।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাঘাবাড়ি বন্দরসহ বাঘাবাড়ি থেকে শাহজাদপুর কাছারিবাড়ি ও পাইলট হাইস্কুল পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বরোডসহ আঞ্চলিক সড়কের ভাঙা, খানাখন্দের সংস্কার ও মেরামত কাজ চলছে দ্রুত গতিতে। বন্দরের হেলিপ্যাড থেকে শুরু করে উপজেলার ভেতরের রাস্তার সংস্কারসহ পলেস্তার ও চুনকাম চলছে। ব্যক্তিগত বাড়িঘর ও দোকানপাট নিজ উদ্যোগে চুনকাম করা হচ্ছে। আলোকসজ্জা করা হচ্ছে শহরের মূল সড়কে।

বর্ণিলভাবে সাজানো হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িটি। রঙ করা হয়েছে প্রায় প্রতিটি ভবনই। পাইলট স্কুল মাঠে মঞ্চ সাজাতে বাঁশ ও কাঠের স্তুপ করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান উৎকণ্ঠায় আবেগ আপ্লুত হয়ে বলেন, 'আহ! প্রধানমন্ত্রী যদি বছর বছর শাহজাদপুরে আসতেন।'

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন বলেন, 'কোনও ধরনের কমতি রাখা হবে না। প্রধানমন্ত্রী এসেই যেনও শাহজাদপুরবাসীর অভ্যর্থনায় মুগ্ধ হন, সে বিষয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের ছবি সম্বলিত শতাধিক তোরণ এবং ফেস্টুন-ব্যানারে পুরো সাত কিলোমিটার সড়ক ছেয়ে ফেলারও পরিকল্পনা রয়েছে।'

এদিকে, প্রিয় নেত্রীর আগমনের খবরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীসহ শাহজাদপুরবাসী।

শুক্রবার ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে করে বাঘাবাড়ি বন্দরে নেমে রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর শাহজাদপুর পাইলট হাই স্কুল মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বেশ ক’টি প্রতিষ্ঠানের ভিত্তিফলক উন্মোচনের পর জনসভায় বক্তব্য দিবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোমবার দুপুরে বাঘাবাড়ি বন্দর-হেলিপ্যাডে এসএসএফ’র হেলিকপ্টার মহড়া চলে। স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পাশা, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, নির্বাহী অফিসার শামিম আলম, সার্কেল এসএসপিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সকাল থেকেই ছুটতে দেখা যায়। দুপুরে টাউন হল রুমে এসএসএফ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মত বিনিময়ও করেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।