টানা অবরোধ ও হরতালে জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ভাড়ায় চালিত মাইক্রোবাস এখন অ্যাম্বুলেন্স লিখে ষ্টিকার লাগানো হয়েছে।
এ নকল অ্যাম্বুলেন্সে ভিতরে রোগীর বেড বসিয়ে সড়ক পথে চলাচল করছে। এ কারণে ভয়াবহ সহিংস ঘটনা থেকে রক্ষা পাচ্ছে যাত্রীরা।
এদিকে এনায়েতপুরে দেশের বৃহৎ খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা উপজেলা শহরের বেসকারী হাসপাতালসহ বেশ কিছু ক্লিনিক পাড়ার অনেক অ্যাম্বুলেন্সে ব্যবসায়ীরা এই কৌশলে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে ৷ এতে কিছু যাত্রীর সুবিধা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসা তাড়াশের সাহেদুল্লাহ মিয়া জানান, অ্যাম্বুলেন্স ওয়ালারা রোগীদের সেবা না দিয়ে অবরোধে যাত্রী নিয়ে আসা যাওয়া করছে।
বেশি ভাড়ার আশায় সব মাইক্রোবাস এখন অ্যাম্বুলেন্স তৈরি করেছে।
মাইক্রোবাস চালক সাইফুল ইসলামসহ অনেকেই জানান, টানা অবরোধে প্রায় ১ মাস ধরে বসে রয়েছি। পেটের দায়ে অ্যাম্বুলেন্স লেখা স্টিকার লাগিয়ে গাড়ি চালাচ্ছি। এতে সড়ক-মহাসড়কে এখন কোনো সমস্যা হচ্ছে না বলে তারা জানান।