সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে সিরাজগঞ্জে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অরোধ, ককটেল বিস্ফোরণ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে সিরাজগঞ্জে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অরোধ, ককটেল বিস্ফোরণ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

রোববার সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী সীমান্ত বাজারে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে যানবাহান চলাচলে বাঁধা দেয়। এসময় ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এছাড়া বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা।

পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা গ্রামের মেঠো পথ দিয়ে নিরাপদস্থানে চলে যায়। এখান থেকে পুলিশ অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে।

এদিকে সিরাজগঞ্জ শহরের সমাজ কল্যাণ মোড়, তেলকুপি বাজার ও রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় লাঠি মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। এসময় গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক দখলে নেয় তারা।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।