বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

যারা ৭১সালে ৩০লাখ মানুষকে হত্যা করেছে,২ লাখ মা বোনদের ধর্ষন করেছে,যারা মায়ের সামনে তার মেয়েকে,ভাইয়ের সামনে তার বোনকে বিবস্ত্র করে ধর্ষনকরেছে। সেই রাজাকার স্বাধীনতা বিরোধী জামাতা-শিবিরের নেত্রী খালেদা জিয়ারসাথে, গণতন্ত্র চর্চা আমি করব না। যদি আমাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়।যারা কোরআন পোড়ায়, জায়নামাজে আগুন দেয়, পতাকা পোড়ায়, তারা কখনোইক্ষমতায় আসতে পারবে না। কারন মহান আল্লাহই তাদের ক্ষমতায় আবেন না।জনগণ তাদের ভোট দিবে না। ইনশাল্লাহ জয় আমাদের হবেই।ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে ফতুল্লা থানা আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মীসভায় -একেএম শামীম ওসমান।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।