সোমবার, ২২ জুলাই, ২০১৩

ছাতকে এক রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা!!



ছাতক প্রতিনিধিঃছাতকে প্রেমিক যুগল এক রশিতে আত্মহত্যা করেছে গতকাল রোববার ভোরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামে ঘটনা ঘটে এক রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা যায়, গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র আব্দুল্লাহ (২৫) আফরুজ আলীর কন্যা কুলছুমা বেগম (১৯) তালতো ভাই-বোন সুবাদে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের প্রেমের সম্পর্কটি উভয় পরিবার মেনে না নিয়ে প্রায় দুসপ্তাহ আগে আব্দুল্লাহর সাথে কালিয়ারচর গ্রামের তার চাচাতো বোনের কুলছুমাকে ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা গ্রামে বিয়ে দেয়া বিয়ে হলেও কুলছুমা-আব্দুল্ লাহ প্রেমে এতটুকু ভাটা পড়েনি রমজান কুলছুমাকে পিত্রালয়ে নিয়ে আস প্রেমিকার যোগাযোগ আগের মতই চলতে থাকে উভয় পরিবারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কুলছুমা-আব্দুল্লাহ রচিত করে নতুন এক প্রেম কাহিনী ঘটনার দিন সকালে ছাতক- জাউয়া সড়কের আজাদ মিয়ার
পুকুর পাড়ের একটি রেন্টি গাছে এক রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রেমি যুগল ভোরে ঝুলন্ত লাশ দেখে পথচারীরা পুলিশে খবর দেয় চাঞ্চল্যকর খবর পেয়ে সুনামগঞ্জ সদর সার্কেল রুহুল কবির, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন ঘটনায় ছাতক থানায় /১৪ /১৪ দুটি পৃথক অপমৃত্যু মামলা রুজু করা হয় ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, প্রেমের সম্পর্ককে বিয়েতে পরিনত করতে না পারায় অভিমানে তারা আত্মহত্যা করে

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

সিরাজগঞ্জ নলকা ইউনিয়ন আওয়ামী-লীগের বধিত সভা ও ইফতার মাহফিল ভন্ডুল।

AvR e„n¯úwZevi we‡K‡j bjKv BDwbqb AvIqvgxjx‡Mi D‡`¨v‡M mv‡neMÄ GjvKvi gyiv`cyi dvwRj gv`ªvmv gv‡V bKjv BDwbq‡bi D‡`¨v‡M ewa©Z mfv I BdZvi gvnwd‡ji Av‡qvRb Kiv nq|
D³ ewa©Z mfvq Dcw¯’Z ¯’vbxq msm` m`m¨ MvRx BmnvK Avjx, ivqMÄ Dc‡Rjv I mj½v _vbv AvIqvgxjx‡Mi mfvcwZ, mvavib m¤úv`Kmn Ab¨vb¨ †bZv‡`i Kv‡Q †c‡q ÿgZvmxb AvIqvgjx‡M myweav ewÂZ †bZvKg©xiv bvbv ‡ÿvf cÖKvk Ki‡Z _v‡Kb| G Ae¯’vq Lv`¨ msK‡Ui Kvi‡b weÿzä †bZvKg©x‡`i D‡ËwRZ †`Lv hvq| GK ch©v‡q †bZviv NUbv¯’j Z¨vM Ki‡Z eva¨ nq| †h Kvi‡b †Kvb wmØvšÍ QvovB ewa©Z mfvi BdZvi gvnwdj cÛ n‡q hvq|
G wel‡q bjKv BDwbqb AvIqvgxjxM mfvcwZ I BDwc †Pqvig¨vb Aveye°vi wmwÏK e‡jb, †bZvKg©xiv wKQz wew”Qbœ NUbv NUv‡bvi Kvi‡b IB cwiw¯’wZi m„wó n‡qwQj| Lv`¨ msK‡Ui Kvi‡bI wKQz mgm¨v †`Lv w`‡qwQj|

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

সিরাজগঞ্জ ১১নং ওয়াড আওয়ামীলীগের সন্মেলনের ইফতার মাহফিল ভন্ডুল।


18B RyjvB 2013 Bs, 3iv kªveb 1420 e½vã, ‡ivR e„n¯úwZ evi, wmivRMÄ 11 bs IqvW© AvIqvgx-jx‡Mi wÎ-evwl©K m‡b¥jb-2013 I BdZvi gvnwd‡ji Av‡qvRb ¯’vbxq m`i Dc‡Rjv we,Avi,wW,we Awdm msjMœ gv‡V  AbywôZ nq|G mgq BdZv‡ii c¨v‡KU msK‡U  ÿzä †bZvKg©x‡`i †ivlvb‡j Av‡qvwRZ BdZvi gvnwdj fÛyj n‡q hvq|
D³ Abyôv‡b cªavb AwZw_ wn‡m‡e Dcw¯’Z wQ‡jb Aa¨vcK Wvt †gvt nvwe‡e wgjøvZ gybœv, †Rjv AvIqvgxjx‡Mi mn-mfvcwZ Avey BDm~d m~h¨©, gwnjv AvIqvgxjxM †bÎx RvbœvZ Aviv †nbix, kni AvIqvgxjxM mfvcwZ BmnvK Avjx, kni AvIqvgxjx‡Mi mvaviY m¤úv`K `vbxDj nK ‡gvjøv, ‡Rjv QvÎjx‡Mi mvavib m¤úv`K RvwKi †nv‡mb mn Ab¨vb¨ ‡bZvKg©x e„›`|
G mgq Av‡qvwRZ gvnwd‡ji BdZv‡ii c¨v‡KU msK‡Ui Kvi‡Y ÿgZvmxb AvIqvgjx‡M myweav ewÂZ ÿzä †bZvKg©xiv bvbv †ÿvf cÖKvk Ki‡Z _v‡Kb| G Ae¯’vq ‡bZvKg©x‡`i g‡a¨ K_vKvUvKvwUi GKch©v‡q D‡ËwRZ †bZvKg©xiv †Pqvi fvsPzi Ges Qz‡o gv‡i| G Ae¯’vq †bZviv NUbv¯’j Z¨vM K‡i Ges c‡i cywjk G‡m cwiw¯’wZ wbqš¿‡b Av‡b| †h Kvi‡b †Kvb wmØvšÍ QvovB ewa©Z mfvi BdZvi gvnwdj cÛ n‡q hvq|

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

সিরাজগঞ্জের বাগবাড়িতে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জের বাগবাড়িতে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার বাগবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম জেলার রায়গঞ্জ উপজেলার কয়াবিল গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
...
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাগবাড়ি গ্রামের একটি ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মেহেদী হাসান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় অবশ্য আওয়ামী লীগ বেকায়দায় রয়েছে। আজ এই পরাজয়ের প্রয়োজন ছিল-ওবায়দুল কাদের

চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় অবশ্য আওয়ামী লীগ বেকায়দায় রয়েছে। আজ এই পরাজয়ের প্রয়োজন ছিল-ওবায়দুল কাদের

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্
--------------------------------------------------------
মেলন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ পরাজয়ে নিজেদের একটা শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। এতে ভুল সংশোধনের বিষয়টি সামনে চলে আসবে।পরাজয় না হলে এই সুযোগ তৈরি হতো না। মন্ত্রী বলেন, রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ যখন শুরু হয় তখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল এক রকম। আর হেফাজত ইসলামের কর্মসূচির পর রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে যায় অন্যরকম। সিটি করপোরেশনের নির্বাচনের পর তা আবার বদলে যায়। রাজনীতির এ রকম মাতাল হাওয়ায় অনেক কিছুই ঘটে। আগামী চার মাসে আরো অনেক কিছুই ঘটতে পারে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের দুই মাস আগেও পিছিয়ে ছিলেন। কিন্তু তিনি নির্বাচনে ঠিকই জিতেছেন। রাজনীতির সমালোচনা করে যোগাযোগ মন্ত্রী বলেন, ভোটের রাজনীতির কারণে সমঝোতা করতে রাজনীতি নীতিহীন হয়ে পড়েছে। এটি অত্যন্ত খারাপ। এতে সৎ মানুষরা প্রার্থিতার বিষয়ে অনাগ্রহী হবে। একজন এমপি প্রার্থীর খরচ ১৫ লাখ টাকা খরচ করার কথা। কিন্তু ১০ থেকে ১৫ কোটি টাকাও খরচ করা হচ্ছে বলে জোর দাবি করেন। রাজনীতিতে ঘনঘটা চলছে এর মধ্যে সুসংবাদ হচ্ছে, বিরোধীদল দীর্ঘদিন পরে সংসদে গেছে। নির্বাচনেও অংশ নিচ্ছে। এ অবস্থা অব্যহত থাকলে আগামী নির্বাচনে সুন্দর পরিবেশ তৈরি হবে বলেও মনে করেন এই আওয়ামী লীগ নেতা। নির্বাচনে আওয়ামী লীগ কোনো কারচুপি ও জোর জবরদস্তি করেনি। সে কারণে আওয়ামী লীগের সময়ে ৮ সিটি করপোরেশন নির্বাচনের ৬টিতে জিতেছে বিএনপি। আর দুটিতেও আওয়ামী লীগের প্রার্থী জিতেনি। আওয়ামী লীগ যে ভোটে কারচুপি করেনি তারই প্রমাণ। খালেদা জিয়া ভোটে কারচুপির অভিযোগ করেছেন এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হাস্যকর কারণ কারচুপি করে ওনার দলের লোক জেতানো হয়েছে! এ কথা পাগলেও বিশ্বাস করবে না। অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনের মতো গাজীপুর সিটি করপোরেশনও স্বচ্ছ ও নিরপেক্ষা হবে এ কথা গ্যারান্টি দেন যোগাযোগ মন্ত্রী। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার পদে গাজীপুরে আওয়ামী লীগের দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবখানেই তারা এমন অভিযোগ ‍তুলেছন। কিন্তু পরে তা অমূলক প্রমাণিত হয়েছে। এবারও হবে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।