রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহবান প্রকৌশলী তানভীর শাকিল(সাবেক এমপি)

পারভেজ আহমেদ, কাজিপুর প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর কাজিপুর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন আমাদের যারা নতুন প্রজন্ম তাদের কাছে মুক্তিযুদ্ধর সঠিক তথ্য ও ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান। কারণ এখন যদি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস না জানে তবে ভবিষ্যতে যখন আপনারা থাকবেন না তখন যেন কোন যুদ্ধঅপরাধীর বংশধরা মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাসকে বিকৃতি করতে না পারে তাই এদেরকে এখনি সঠিক ইতিহাস যেনে রাখা প্রয়োজন।
উপস্থিত সন্মানিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যেভাবে আপনারা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছেন তেমনি আগামী নির্বাচনে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে নৌকা মার্কাকে নির্বাচিত করে মুক্তিযুদ্ধর অপশক্তিকে আ বারের মত ভোটযুদ্ধে পরাজিত করতে হবে।উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া,উপজেলা শিক্ষা অফিসার মাইনুল হক, উপজেলা ভাইজ চেয়ারম্যান বেলাল হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।