শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

সিরাজগঞ্জের চৌহালীতে মীর মোশারফের মত বিনিময় সভা

 সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন শুক্রবার চৌহালীতে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা ও গনসংযোগ করেছেন।

চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু নজির মিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাননী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন।

এসময় থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক সরকার, বনানী থানা আওয়ামীলীগের নেতা রবিউল ইসলাম টুটুল, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল, যুগ্মসম্পাদক তাজ উদ্দিন ও নুর মোহাম্মদ চৌধুরী সঞ্জু, শহর আওয়ামীলীগের নেতা এস এম আজম, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্মসম্পাদক ডা. মাহমুদুল হাসান শুভ, চৌহালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তার, বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান সেলিম, এনায়েতপুর থানা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহ আলম, চৌহালী সেচ্ছাসেবকলীগের নেতা আলমগীর হোসেন ও চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মোল্লা ও ভিপি রবিউল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলৈন।

এছাড়া এর আগে মীর মোশারফ হোসেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি নওজেশ আলী মোল্লা ও সাধারন সম্পাদক মোকদম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী নওশের আলীর কবর জিয়ারত করে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।