শনিবার, ১৭ জুন, ২০১৭

সিরাজগঞ্জে স্পেশাল ক্যাম্প কর্তৃক হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার।

সিরাজগঞ্জে স্পেশাল ক্যাম্প কর্তৃক হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী,
ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন, পিএসসি এর নেতৃত্বে গোপন সংবাদেরভিত্তিতে   সিরাজগঞ্জ   জেলার   সদর থানাধীন শহরের মাহমুদপুর এলাকায় ১৬ জুন শুক্রবার সময় রাত্রী  অনুমান সারে ৮টার দিকে ঘটিকায়,  (১নং গলি) ধৃত আসামী দুইজন ১। মোঃবুলু শেখ (৩৫), পিতা- মৃত দানেশ শেখ, ২। মোছাঃ মমতা খাতুন (৩৪), স্বামী- মৃত লিটন এর দক্ষিণ দুয়ারী দোচালা টিনেরঘরের মধ্যে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় , সাং-মাহমুদপুর (১নং গলি) উভয় থানা ও জেলা- সিরাজগঞ্জ এর নিকট হইতে উদ্ধারকৃত ১৯০ গ্রাম নেশা জাতীয় হেরোইন, ২০০ পিচ ইয়াবাট্যাবলেট, ০৮ টি মোবাইলসেট এবং নগদ-৯,৭৫,৫৭০/- টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়ের স্বীকার   করে   যে, তাহারা দীর্ঘ দিন যাবৎ সিরাজগঞ্জ জেলার   সদর থানাসহ   বিভিন্ন   এলাকায়   হেরোইন   ও   ইয়াবা   ট্যাবলেট   ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া জানায়। পরবর্তীতে   উদ্ধারকৃত   মালামাল ও গ্রেফতারকৃত   আসামীদ্বয়েরবিরুদ্ধে   সিরাজগঞ্জ   জেলার   সদর   থানায়   মামলা   দায়ের

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।