রবিবার, ২ এপ্রিল, ২০১৭

সৈয়দা ইসাবেলা স্মৃতি ফুটবল লীগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের প্রশাসন মহাপরিচালক কবীর বিন আনোয়ার



সিরাজগঞ্জ শহরের মাছুমপুর ক্রীড়া চক্রের আয়োজনে সৈয়দা ইসাবেলা ৩য় তম স্মৃতি ফুটবল লীগের শুভ উদ্বোধন করা হয়েছে। মুক্তা কনষ্ট্রাকশন লিঃ ও আসরাফুল মডেল স্কুল এন্ড কলেজ এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকেল ৩টায় মাছুমপুর ক্রীড়া চক্রের খেলার মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর কার্যালয়ের প্রশাসন মহাপরিচালক জনাব কবীর বিন আনোয়ার অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি, গাজী ফজলুল মতিন মুক্তা, মাছুমপুর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু, বোরহান উদ্দিন রতন, প্রবীণ খেলোয়ার দীলিপ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মাছুমপুর ক্রীড়া চক্রের সভাপতি মহসিন আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে সকল সদস্য ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধমেই আসরাফুল মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন কসরত প্রদর্শন করে। উদ্বোধনী খেলায় মুগবেলাই তরুন সংঘ ৩-১ গোলে শিয়ালকোল যুব সংঘকে হারিয়ে বিজয়ী হন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।