সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (০৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ স্পেশাল কোম্পানী ক্যাম্পের অফিস সহকারী প্রদীপ কুমার রায়। এর আগে সকালে বেলকুচি উপজেলার মবুপুর গ্রামে এ অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মবুপুর গ্রামের মৃত সদের উদ্দিনের ছেলে মোহাম্মদআলী (৫০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মাদারীপাড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে হাকিম (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ইউনুছ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৬০ টাকা ও ২টি মোবাইল সেটসহ ওই দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।