সোমবার, ৬ মার্চ, ২০১৭

সাংবাদিক শিমুল হত্যার আসামী মিন্টুর তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার অন্যতম আসামী মোঃ হাবিবুল হক মিন্টুর দেখানো মতো আজ সকাল ৭টার দিকে মামলার প্রধান আসামী হালিমুল হক মীরুর বাড়ীর পাশের ডোবা থেকে সংঘর্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্রটি উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করে মিন্টু। সাংবাদিক শিমুল হত্যা মামলার অন্যতম আসামী হাবিবুল হক মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতেই আজ মঙ্গলবার ভোরে
মেয়রের বাড়ীর পাশের ডোবা থেকে ওই অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী ছাত্রলীগের একাংশের সাথে পৌর মেয়র হালিমুল হক মিরু গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ৩রা ফেব্রুয়ারী ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মির ও তাঁর ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।