রবিবার, ৫ মার্চ, ২০১৭

শাহজাদপুরে পূর্ব শত্রুতার জেরে চুলোর আগুন দিয়ে পাশের বাড়ীতে আগুন লাগানোর অভিযোগ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রফুল্য শাহার বাড়ীতে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। প্রফুল্য শাহার দুই ছেলে খোকন শাহা (৪৫) ও গোপীনাথ শাহার (২৮) ঘড়ের পেছনে সাথে লাগানো মৃত রবি শাহার তিন ছেলে বিমল শাহা (৪০) বাদল শাহা (৪৫) ও  শঙ্কও শাহার (৫৫) রান্নার চুলোর আগুনে প্রফুল্য শাহার বসতবাড়ীর দুইটি ঘরের টিন ও আসবাবপত্র পুড়ে যায়। এতে ঘড়ের
আসবাবপত্র সহ প্রায় ১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোররাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের হাটবেলকান্দি ঘোড়াশাল পাড়ার প্রফুল্য শাহার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার এস,আই কংকং অগ্নিকান্ডের কথা নিশ্চিত করে বলেন, পাশের বাড়ীর চুলোর আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটেছে, তবে পূর্ব শত্রুতার জেরে ইচ্ছেকৃত ভাবে এঘটনা ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে না দেখে এখনই বলা যাচ্ছে না। তবে এতে কোন হতাহত হয়নি।


প্রফুল্য শাহার ছোট ছেলে গোপী শাহা জানান, রাতে হঠাৎ একটি বিতট মড়মড় শব্দ পেয়ে দেখি ঘড় থেকে শুরু করে শোয়ার খাটে বিছানায় আগুন। ঘর থেকে বের হয়ে দেখি অন্য আরেকটি ঘরে আগুন জ্বলছে। মুহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে টিনের দুইটি ঘর, আসবাবপত্র, ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।তিনি আরো জানান, ঘরের সাথে লাগানো চুলো তৈরী করার সময় বাধা দিলে, বিমল, বাদল ও শঙ্কর আমাকে ব্যাপক মারধর করেছিল। এতে গ্রাম্য শালিসে রান্নার চুলো অন্যত্র সরিয়ে নেওয়ার রায় দিলেও, মুরুব্বীদের দেওয়া নির্দেশে অমান্য করেই তারা সেখানেই রান্নার জন্য চারটি চুলো ব্যবহার করতে থাকে। কান্নাকন্ঠে তিনি আরো বলেন, ওরা অত্ত গভীর রাত্রে চুলো ধরাবেই কেন আর আমরা আগুনে সর্বশান্ত হবই বা কেন?

সরেজমিনে দেখা যায়, প্রফুল্য শাহার ঘড়ে সাথে লাগানো পেছনেই মৃত রবি শাহার রান্নার চুলোর আগুনেই এই অগ্নিকান্ডের সূত্রপাতে তার দুইটি টিনের ঘড় ও আসবাবপত্রে আগুন লেগে পুড়ে যায়। আরো জানা যায়, আগুন লাগার কিছুক্ষণের পরেই গ্রাম্য প্রতিবেশিরা পানি ও বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে মৃত রবি শাহার তিন ছেলে বিমল, বাদল, ও শঙ্কও শাহার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্বব হয়নি।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।