জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও সিভিল সার্জন ডাঃ মনজুর রহমানের সহযোগীতায় শাহাদতের চিকিৎসা হবে ঢাকায়
আজ সিভিলসার্জন ডাঃ মোঃ মনজুর
রহমান সহ ৫.সদস্যর একটি বোর্ড শাহদৎকে দেখে জানান, Multiple
Neurofibromatosis (Von Reckling hausen's disease). জেনেটিক রোগ এবং এক
ধরণের টিউমার রোগে আক্রান্ত শাাহাদৎ। এর চিকিৎসায় সর্বাত্তক
ব্যাবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দীকা
ও জেলা সিভিল সার্জন মনজুর রহমান সর্বাত্তক ব্যাবস্থা গ্রহনকরেন।
সিভিলসার্জন ডাঃ মোঃ মনজুর রহমান সহ ৫ সদস্যের একটি বোর্ডের পরামর্শে ও
সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার যৌথ সহযোগীতায়
শাহাদতের উন্নত চিকিৎসা হবে ঢাকা নিওরো সাইন্স হাসপাতালে।
এর পর তাকে জেলা প্রশাসকের অফিসে নিয়ে গেলে কামরুন নাহার সিদ্দীকা আন্তরিক
ভাবে শাহাদতের বিস্তারিত কষ্টের কথা শোনেন এবং তাৎক্ষণিক তাকে আর্থিক
অনুদান প্রদান করেন এবং বয়স্ক ভাতার কার্ডের জন্য ব্যবস্থা করেন এ সময়
উপস্থিত ছিলেন আর,ডি,সি আরিফুজ্জামান।
জেলা প্রশাসক জনাব কামরুন
নাহার সিদ্দীকা জানান, Sohag Lutful Kabir নামের আইডির মাধ্যমে
শাহাদাৎ হোসেনের অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবন
যাপন করছে এমন খবর অবহিত হই এবং এই খবরের প্রেক্ষিতে সাংবাদিক সোহাগ লুৎফুল
কবির ও সংবাদদাতা মামুন বিশ্বাস কে জরুরী ভিত্তিতে যোগাযোগ করতে বলা হয় এবং শাহাদেৎ এর উন্নত চিকিৎসার লক্ষে ঢাকায় প্রেরণের ব্যাপারে সিভিল
সার্জন জনাব ডাঃ মোঃ মনজুর রহমানকেও জানানো হয়। এরই ধারাবাহিকতায় সিভিল
সার্জন ডাঃ মোঃ মনজুর রহমানসহ ৬ সদস্যের একটি টিমসহ গত সোমবার (৬ই ফ্রেরুয়ারী) শাহাদতের পরিস্থিতি ও পরিবেশ পরির্দশনও করেন।