বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

বেলকুচিতে ভুমি অফিস ও মিউচুয়াল ব্যাংকের শীতবস্ত্র বিতরন



সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের উদ্যোগে উপকার ভোগীদের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে বেলকুচি উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের যোকনালা আশ্রয়ন প্রকল্পের ৮০ জন পরিবারের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেণ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুণ হাসান। আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেঁজুতি ধর, ভুমি অফিসের প্রধান অফিস সহকারী মনিরুজ্জামান মনির, সার্বেয়ার শামীম রেজা প্রমুখ।

এদিকে উপজেলার শ্যামকিশোর উচ্চবিদ্যালয় চত্বরে বুধবার সকালে তিন শতাদিক হতদরিদ্র দের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি বাবু সরকার, ব্যাংকের ব্যবস্থাপক খসরুল আলম, উপ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, লিটু সাহা, রেজাউল ইসলাম, আজিজুল্লাহ খান শিরিণ আক্তার প্রমুখ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।