গত দুইদিনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ঘটনায় লুপ লাইন বাঁকা নির্মানকে দায়ী করে সমান্তরাল লাইন নির্মাণের লক্ষ্যে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলেওয়ে বিভাগ। মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী জানান, গত দুদিনে লুপ লাইনে দুটি ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় একই স্থানে লাইনচ্যুত হয়ে পরে। সদ্য নির্মিত লুপ লাইন বাঁকা থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটছে। এ কারণে লুপ লাইনটি সংস্কার করে সোজা সমান্তরাল ভাবে নির্মাণ করা প্রয়োজন। এ লক্ষ্যেই লাইনের পার্শে অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
সিরাজগঞ্জে রেলের জায়গা বারবার দখল-পূর্ণদখলের বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের দায়ী করে প্রধান প্রকৌশলী জানান, দখলের প্রাথমিক পর্যায়ে বাঁধা দিলে বার বার উচ্ছেদ করার প্রয়োজন পড়তো না।
এর আগে রোববার (১ জানুয়ারী) রাতে রাজশাহী এক্সপ্রেস ও সোমবার (২ জানুয়ারী) রাতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লুপ লাইনে ঘোরানোর সময় একই স্থানে লাইনচ্যুত হয়ে পড়ে।