শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

লায়ন্সকে হারিয়ে ফাইনালে টাইর্গাস সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি

লায়ন্সকে হারিয়ে ফাইনালে টাইর্গাস
সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি 
 
বিপিএলের আমেজ শেষ হতে না হতেই সিরাজগঞ্জে শুরু হয়েছে এসপিএল (সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ) টি-টোয়েন্টি টুর্ণামেন্টের উন্মাদনা। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এসপিএল টি-টোয়েন্টির সেমিফাইনালে সিরাজগঞ্জ লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিরাজগঞ্জ টাইগার্স।
সিরাজগঞ্জে ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের আয়োজিত টুর্ণামেন্টের সেমিফাইনাল ম্যাচে জাতীয় দলের চারজন খেলোয়াড় অংশগ্রহণ করলেও কেউই তেমন জ্বলে উঠতে পারেন নি। ফলে টসে জিতে ব্যাট করতে নামা সিরাজগঞ্জ লায়ন্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১শ ২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মারুফ ৫৬ বলে ৪৬ রান করলেও বাকীদের মধ্যে অধিনায়ক জিয়া (১০) ছাড়া আর কেউ দুই অংকে পৌছতে পারেন নি।

সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয় ও মিলন ২টি করে উইকেট লাভ করেন।
১০৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন মোহাম্মদ আশরাফুল ও মিলন। প্রথম উইকেট জুটিতে তারা করেন ২৬ রান। ৯ রান করে জাতীয় দলের ক্রিকেটার সাইকলাইন সজীবের বলে আউট হওয়ার পর ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে। তবে রানের চাকাও চলে সমান তালে। ১৭.৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে জয়লাভ করেন টাইগার্স দল। জাতীয় দলের খেলোয়ার এনামুল হক বিজয় দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ২১ রান করে করেন। শেষ মুহুর্তে মারমুখী ব্যাটিং করে সিরাজগঞ্জ টাইগার্সের বিজয় নিশ্চিত করেন রকি। লায়ন্সের পক্ষে সাকলাইন সজীব ও এস আর শুভ দুটি করে উইকেট লাভ করেন।
সোমবার (১৩ ডিসেম্বর) ফাইনালে সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সুপার কিংসের বিরুদ্ধে লড়বে সিরাজগঞ্জ টাইগার্স। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।