সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল
টি-২০ এর দশম ম্যাচের খেলাটি শনিবার দুপুর ১টার উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত
হয়েছে। খেলায় অংশ গ্রহন করে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিরাজগঞ্জ লায়ন্সের দলনায়ক জিয়া বাবু। ব্যাটিং এ নেমেই প্রথমেই ব্যাটিং বির্পজয়ে পরে দলটি। শেষ পর্যন্ত এই বির্পজয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ৯০ রান করে। বিরতির পরে ৯১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুভ সুচনা করে দলটির দুই ওপেনার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং টাইগার্স এর অধিনায়ক মিলন। মোহাম্মদ আশরাফুল মাঠ কাপিয়ে একাধারে উইকেট ও রান করেন। তবে দলটির ৮ উইকেটে শেষ ওভারে দরকার ছিলো ৩ রান। বলিং ছিলো লায়ন্স এর মিলন । শেষ ওভারে রকি ২ বলে ১ রান দরকার এমন সময় ৪ মেরে জয় নিশ্চিত করে দলটির। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ হয় সিরাজগঞ্জ টাইগার্সের খেলোয়ার জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
টাইগার্সের ফ্রাঞ্চাইজ রাশেদ ইউসুফ জুয়েল এবং জিহাদ আল ইসলাম জয়ের ধারা অব্যহৃত রাখায় দলের খেলোয়ার এবং সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে। ব্যাটিং বির্পজয় হলেও বলারদের কল্যানে ম্যাচটি প্রতিযোগীতা মুলক করে তোলায় দলের খেলোয়াদের শুভেচ্ছা জানিয়েছে লায়ন্সের ফ্রাঞ্চাইজ সঞ্জয় সাহা, টিম ম্যানেজার সুকান্ত সেন ও কোচ হীরক গুন ।