শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

অধ্যক্ষ নিয়োগের দ্বন্দ্বে কুড়িপাড়া কলেজ তালা প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Aa¨¶ wb‡qv‡Mi ؇›Ø wmivRM‡Ä Kzwocvov K‡jR Zvjv
cÖwZev‡` wk¶v_x©‡`i we‡¶vf I gvbeeÜb
 অধ্যক্ষ নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতারা। এ কারণে কলেজের শিক্ষা কার্যক্রম ও এইচএসসি টেস্ট পরীক্ষা বন্ধ রয়েছে। এ ঘটনায় প্রতিবাদে শনিবার সকালে কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে।
কুড়িপাড়া কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। গত ২০ নভেম্বর এই অধ্যক্ষের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তাদির হোসেন বকুল তার পছন্দনীয় প্রার্থী মোঃ কামরুজ্জামানকে নিয়োগ দেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করে। কলেজ কর্তৃপক্ষ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অধ্যক্ষের নিয়োগের সিদ্ধান্ত নিলে আওয়ামীলীগের নেতারা ক্ষুব্ধ হয়। এ কারণে নিয়োগ পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষা স্থগিত করার জের ধরে আওয়ামীলীগ নেতা মুক্তাদির হোসেন বকুল স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নিয়ে গত ২১ নভেম্বর কলেজে এইচএসসি টেস্ট পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের বের করে দিয়ে কলেজের অধ্যক্ষ ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরই এক পর্যায়ে গত ২৬ নভেম্বর কলেজের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিলে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। কলেজ খুলে দেয়ার দাবীতে শনিবার সকালে কলেজ চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।
এব্যাপারে কুড়িপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম বলেন, মেধার ভিত্তিতেই অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতা মুক্তাদির হোসেন বকুল ও রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন তাদের পছন্দনীয় প্রার্থী কামরুজ্জামানকে নিয়োগ দেয়ার জন্য বার বার চাপ সৃষ্টি করে। এ কারণেই নিয়োগ পরীক্ষাটি স্থগিত রাখা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা কলেজে তালা ঝুলিয়ে দেয়। এ কারণে গত ২১ নভেম্বর থেকে কলেজে পাঠদান ও এইচএসসির টেস্ট পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি কলেজের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে।

এব্যাপারে রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তাদির হোসেন বকুল বলেন, ২০ নভেম্বর নিয়োগ পরীক্ষা স্থগিত করায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়েছে। বিষয়টি সাবেক সাংসদ তানভীর শাকিল জয় অবগত রয়েছেন। ক্ষুব্ধ লোকজন কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে। তবে আমি এ সময় সেখানে উপস্থিত ছিলাম। এ বিষয়ে সাবেক সাংসদের সাথে কথা বলে দুই একদিনের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ বিষয়ে কুড়িপাড়া কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মোঃ আজাহার আলী জানান, এটি মানুষ গড়ার কারখানা। এখানে বিরোধ থাকা ঠিক না। আমরা চেয়েছিলাম যে কলেজটি এমপিওভুক্ত হওয়ার পরে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি চুড়ান্ত করা হবে। কিন্তু এর মধ্যেই স্থানীয় আওয়ামীলীগ নেতারা তাদের পছন্দনীয় প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য বার বার চাপ সৃষ্টি করে। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে কলেজ কর্তৃপক্ষের একাধিক বৈঠকও হয়েছে। কলেজের জন্য যা ভাল সেই সিদ্ধান্তটাই আসবে বলে তিনি আশা করেন। 

সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফীউল্লাহ জানান, কলেজ বন্ধ ও কলেজ খুলে দেয়ার দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বিষয়টি আমি জানতে পেরেছি। আজ অফিস বন্ধ থাকায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না। আগামীকাল রোববার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।