শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

র‌্যাব-১২ কর্তৃক ইয়াবাসহ গ্রেফতার ১

র‌্যাব-১২, সিরাজগঞ্জ স্পেশাল ক্যাম্প কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার

স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০২ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ আনুমানিক রাত্রী ২২.১৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার উল¬াপাড়া থানাধীন কয়রা ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ সজল আহমেদ(২১) জেলার উল¬াপাড়া থানার কয়রা সরাতলা গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র ১। 

ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর নিকট হইতে ৬০ (ষাট) পিচ কথিত নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০২ টি মোবাইলসেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মামলা দায়ের বিষযটি প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।