শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অজ্ঞান পার্টি দলের ০৬ জন সদস্য গ্রেফতার


স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে

অজ্ঞান পার্টি দলের ০৬ জন সদস্য গ্রেফতার


র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দুঃস্কৃৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং এই ব্যাপারে র‌্যাব-১২ এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষণিক অভিযান পরিচালনা করে র‌্যাব ইতিমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এছাড়াও র‌্যাব-১২ তার নিজস্ব এলাকার আভিযানিক কার্যক্রম জোরদার করার মাধ্যমে বিভিন্ন ধরণের ডাকাতি, ছিনতাই ইত্যাদি রোধে ব্যাপক সফলতা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০২/১২/২০১৬ ইং তারিখ আনুমানিক ১৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ৮/১০ জনের একটি অজ্ঞান পাটির দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নলকা টু সিরাজগঞ্জ গামী শিয়াকোল বাজারস্থ পাঁকা রাস্তা সংলগ্ন জনৈক মোঃ আঃ হামিদ (৩৫), এর চাচা ভাতিজা মুসলিম হোটেলের সামনে অবস্থান করছে। এই সংবাদ পাওয়া মাত্রই র‌্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে একটি আভিযানিক দল নিয়ে উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ০২/১২/২০১৬ ইং তারিখ আনুমানিক ১৩.৩৫ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে পৌছায়।

অজ্ঞান পাটির দলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করিলে ফোর্সের সহায়তায় ০৬ জন অজ্ঞান পাটির সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণ ১। মোঃ আঃ সালাম (৫৪), পিতা- মৃত সিরাজ উদ্দিন, সাং- পাগার মধ্যপাড়া,(গফুর খান সরঃ প্রাঃ বিদ্যাঃ উত্তর পার্শ্বে), থানা- টঙ্গী জেলা- গাজীপুর ২। মোঃ শহর আলী (৪২), পিতা- মৃত জাবেদ আলী, সাং- চীনারচর লামাপাড়া,(বেলুয়ার চর) থানা- ইসলামপুর জেলা- জামালপুর এ/পি জাজৈর উত্তরপাড়া (আক্কেল আলী সাহেব মসজিদের ২০০ গজ পুর্ব উত্তর দিকে) থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর ৩। মোঃ সোহেল (৩৪), পিতা- মোঃ বাজেচ মোল্লা, সাং- নলুঝাউয়া, পোস্ট-বাংগালা, থানা- ঘিওর জেলা- মানিকগঞ্জ ৪। মোঃ মুকুল মিয়া (৩৮), পিতা- মোঃ সোনা মিয়া, সাং- গোপালগঞ্জ হাট (সুজাত আলী ডিগ্রী কলেজের ৫০০ গজ পূর্ব পার্শ্বে), পোস্ট-পিন্না, থানা- সরিষাবাড়ি, জেলা- জামালপুর ৫। মোঃ মাহবুবুর রহমান মন্টু (৫২), পিতা- মৃত মতিআর রহমান, সাং- কোনাবাড়ি, (পারিজাত সরকারী প্রাথমিক বিদ্যালয় পশ্চিম পার্শ্বে), থানা- জৈদেবপুর জেলা- গাজীপুর ৬। মোঃ আঃ রাজ্জাক হোসেন (৩৫), পিতা- মোঃ মুকবুল হোসেন, সাং- মাষ্টারপাড়া রমনাবাজার, থানা- চিলমারী জেলা- কুড়িগ্রামদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং পলাতক ৭। মোঃ ইকবাল হোসেন শেখ (৩০), পিতা- মৃত আল মাহমুদ শেখ, সাং- একডালা পূর্ণবাসন (মতি মিয়ার ঘাট সংলগ্ন), থানা- সদর এ/পি আঃ আজিজ, পিতা- লাল চাঁন, সাং- বালুকুল, (এনডিপি অফিসের দক্ষিনে ভিতরে) থানা- কামারখন্দ জেলা- সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত আসামীগণদের নিকট হইতে ছিনতাইকৃত নগদ-২৪,৪০০/- টাকা, আসামাীদের ব্যবহƒত ০৭ টি মোবাইলসেট, অজ্ঞান করার কাজে ব্যবহƒত বুদ্ধিনাশক নেশা কর দ্রব্য দিয়ে তৈরি বিশেষ হালুয়া, অজ্ঞান করা জন্য নিজস্য তৈরি বিভিন্ন ধরণের ঔষধ, ০২ টি ঘড়ি, ০৩ টি আংটি, ০৬ টি মানিব্যাগ, আসামীদের ব্যবহƒত ভ্রমন ব্যাগ ০৫ টি, যৌন শক্তি বৃদ্ধি করণের ঔষধসহ উদ্ধার করা হয়।

উক্ত অজ্ঞান পাটির গ্রেফতাকৃত সদস্যগণের দেওয়া তথ্য মতে অদ্য ০২/১২/২০১৬ ইং তারিখ ভিকটিম মোঃ মনিরুজ্জামান (৪৮), পিতা- মৃত জান মাহমুদ, সাং- দিঘোরিয়া, পোস্ট- বারুহাস, থানা- তাড়াশ জেলা- সিরাজগঞ্জ কে বুদ্ধি নাশক নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর ফলে অজ্ঞান হয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে উদ্ধার পূর্বক স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে ভিকটিমের অবস্থা আশংকাজনক হলে ভিকটিমরে ভাই মোঃ জিল্লুর রহমানের সহযোগিতায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

অজ্ঞান পাটির গ্রেফতাকৃত সদস্যদের কে জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, পলাতক আসামী ১। মোঃ ইকবাল হোসেন শেখ (৩০) গাজীপুর, জামালপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা হতে অজ্ঞান পাটির সদস্য হিসাবে ছিনতাই করার জন্য ভাড়ায় নিয়ে আসে এবং বুদ্ধি নাশক নেশা জাতীয় দ্রব্য প্রয়োগের মাধ্যমে সাধারণ জনগনের সরলতার সুযোগ নিয়ে অজ্ঞান করে টাকা পয়সা সহ মূল্যবান জিনিস পত্র ছিনাইয়া নেয়। বুদ্ধি নাশক নেশা জাতীয় দ্রব্য প্রয়োগের ফলে অনেক ভিকটিম মৃত্যু মুখে পতিত হয় বলিয়া আসামীরা জানায়। পরবর্তীতে উদ্ধাকৃত মালামাল ও গ্রেফতাকৃত আসামীগণদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মামলার বিষয়টি দায়ের বিষযটি প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।