সিরাজগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
ইউসুফ দেওয়ান রাজু:‘দেশ কল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ন, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মানস ও মনন এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় দারিদ্র বিমোচন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত আলী খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবু নূর মোঃ শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তফা কামাল বকুল, রূপালী আদর্শ দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী বেগম বেবী আক্তার, কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম, প্রগতিশীল নারী প্রচেষ্টার নির্বাহী পরিচালক শ্রীমতি নিস্কৃতি দাস, সমতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল বাতেন ভুঁইয়া প্রমুখ।