মঙ্গলবার, ১২ মে, ২০১৫

গৃহবধূ টুসিকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের ছেলে উইলিয়াম ও মেয়ে কুইন রহমানের বিরুদ্ধে

সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের পূত্র শামস এলাহি উইলিয়ামের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এটিএন বাংলার প্রযোজক ও উপস্থাপক কুইন রহমান ও তার মা লাইলী রহমানকেও।
লিখিত অভিযোগসূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের আমলাপাড়া মহল্লার আশরাফুল বারির মেয়ে সোনিয়া আশরাফ টুসি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগে স্নাতক সন্মান অধ্যায়নকালে ঐ কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের ছেলে শামস এলাহি উইলিয়ামসের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে ২০০৯ সালে উভয় পরিবারের সম্মতিতে শামস এলাহি উইলিয়ামস ও সোনিয়া আশরাফ টুসির বিয়ে হয।

বিয়ের পর থেকে টুসি ও উইলিয়ামস ঢাকার পূর্ব তেজতুরিবাজারস্থ ট্রপিক্যাল হোমসের একটি ফ্্যাটে ভাড়া থাকত। বিয়ের কিছুদিন পর থেকেই উইলিয়ামস হঠ্যাৎই টুসির উপর মানসিক ও শাররিক নির্যাতন শুরু করে। এতে উইলিয়ামসের মা লাইলি রহমান ও বোন কুইন রহমানও অংশ নেয়। এরা দুজনেও প্রায়ই টুসির উপর শাররিক ও মানসিক নির্যাতন করত।
এরই একপর্যায়ে চলতি বছরের ৫ই মে বিকালে ঢাকার পূর্ব তেজতুরিবাজারস্থ ট্রপিক্যাল হোমসের ফ্ল্যাটে সোনিয়া আশরাফ টুসির ফাসিতে ঝুলানো লাশ পাওয়া যায়। খবর পেয়ে টুসির পরিবারের সদস্যরা ঢাকায় গেলে তাদের জানানো হয় টুসি আত্বহত্যা করেছে।
কিন্তু আলামত দেখে সন্দেহ হলে ও টুসির উপর পূর্বের নির্যাতনের বিষটিকে কেন্দ্র করে নিহত সোনিয়া আশরাফ টুসির পিতা আশরাফুল বাড়ি বাদি হয়ে ঢাকার তেজগাও থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। এ বিষয়ে তদন্ত চলছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।