সিরাজগঞ্জ শহরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ছাত্র ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতরা হলেন, হোসেনপুর মহল্লার জাকির, আল-আমিন, রাসেল, সুমন, স্বাধীন, লিমন, আসাদ, মিরপুর মহল্লার রুবেল ও মাহমুদপুর মহল্লার আসলাম ও হামিম। এদিকে, সিরাজগঞ্জ মহাসড়কে উত্তরাঞ্চল ও ঢাকামুখি যানবাহনের হ্রাস পেয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এসময় অন্তত ৫০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। সাড়ে ১২টার দিকে তিনি আরও বলেন, নাশকতার আশংকায় হোসেনপুর ও ধানবান্ধি মহল্লায় অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এখনও অভিযান চলছে।
অপরদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টি, এম আমিনুল ইসলাম জানান, বিএনপির কর্মসূচির কারনে সকাল থেকেই মহাসড়কে ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহনের সংখ্যা হ্রাস পেয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, সকালে উপজেলার বড়হর ইউনিয়নের ভূতগাছা এলাকায় আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষের আশংকায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।