সিরাজগঞ্জে
যমুনা নদীতে গোসল করতে নেমে গ্রামীণফোনের নিখোঁজ প্রকৌশলী শাহরিয়ার আজাদ
অরভিনের (২৫) লাশ পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ৷
এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় তার ভাসমান লাশ পাওয়া যায়।
অরভিন ঢাকার রামপুরা এলাকার প্রয়াতত আবুল কালাম আজাদের ছেলে। তিনি গ্রামীণফোনের ঢাকার একটি কর্মরত ছিলেন।
ওসি মনিরুল জানান, সকালে যমুনা নদীর বেড়িবাঁধ এলাকায় ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
মৃতের
বন্ধু সিরাজগঞ্জ চান্দ আলীর মোড় এলাকার রাসু পরনের কাপড় দেখে অরভিনের
লাশ সনাক্ত করেন।লাশ গ্রহণের জন্য স্বজনরা ঢাকা থেকে রওনা হয়েছেন বলে
জানান ওসি মনিরুল।
গত
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে চার বন্ধুর সাথে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ
হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন গ্রামীণফোনের
প্রকৌশলী শাহরিয়ার আজাদ অরভিন।