প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামপুত্র উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মারূপ-বিন-হাবিবসহ শতাধিক নেতাকর্মী নিয়ে শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় যোগদান করেন। শফিকে তার পদ থেকে বহিষ্কারের উদ্দেশ্যে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ কমিটির দুই-তৃতীয়াংশ নেতার স্বাক্ষরিত রেজুলেশনও বর্ধিত সভায় জমা দেওয়া হয়। শিগগির ওই রেজুলেশন জেলা কমিটির সুপারিশসহ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।
ওই বর্ধিত সভায় স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ নাসিমও উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া এ বিষয়ে বলেন, আমরা সরাসরি বহিষ্কার করতে পারি না, শুধু সুপারিশসহ কেন্দ্রে পাঠাতে পারি। এ বিষয়ে সাবেক এমপি গাজী শফিকুল ইসলাম শফি বলেন, আমি বর্তমানে রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হয়েছি।
ওই বর্ধিত সভায় স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ নাসিমও উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া এ বিষয়ে বলেন, আমরা সরাসরি বহিষ্কার করতে পারি না, শুধু সুপারিশসহ কেন্দ্রে পাঠাতে পারি। এ বিষয়ে সাবেক এমপি গাজী শফিকুল ইসলাম শফি বলেন, আমি বর্তমানে রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হয়েছি।