রবিবার, ১২ অক্টোবর, ২০১৪

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রধান আসামি গ্রেফতার৷

সিরাজগঞ্জ সদরে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে


সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, রোববার সকালে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের একটি পটল ক্ষেত থেকে মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ।

সাতবছর বয়সী মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
মেয়েটির বাবা অভিযোগ করেন, টেলিভিশন দেখানো কথা বলে শনিবার সন্ধ্যায় নুর ইসলাম (২৩) নামে প্রতিবেশী এক যুবক মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর এলাকায় মাইকিং করেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি।

রোববার ভোরে স্থানীয় এক কৃষক তার পটল ক্ষেতে গিয়ে লাশ দেখতে পায় বলে উপ-পরিদর্শক মোস্তফা জানান।

তিনি বলেন, “শিশুটিকে ধর্ষণের পর বাঁশের সঙ্গে রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার দেহ ছিল রক্তাক্ত, পরনের কাপড় ও স্যান্ডেল পাওয়া গেছে দেহ থেকে দূরে।”

ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রোববার সকালে নুর ইসলামরে বাড়ির কয়েকটি ঘরে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে বলে এসআই মোস্তফা জানান।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।