সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনীতে মহির উদ্দিন (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী খুন হয়েছেন।
মহির উদ্দিনের বাড়ি রেলওয়ে কলোনীতে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মিরপুর রেলওয়ে কলোনীর এরশাদ আলীর ছেলে উজ্জল (২৫) ও একই মহল্লার আনসার আলীর ছেলে গোলাম হোসেন (২২) কে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানান, রোববার সকালে হোটেল ব্যবসায়ী মহির পাওনা টাকা চাইলে গোলাম হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহির গোলামকে মারপিট করে।
রাত নয়টার দিকে হোটেল থেকে বাড়ি ফেরার পথে মহির রেলওয়ে কলোনী মাদ্রাসার নিকট পৌঁছলে আগে থেকে ওঁত পেতে থাকা গোলাম হোসেনসহ চার পাঁচজন তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে খবর পেয়ে সদর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গেপাঠায়। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।