সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে জামায়াত-পুলিশ সংঘর্ষ, গুলিতে শিশু নিহত

সিরাজগঞ্জের বহুলী বাজারে জামায়াত ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে সুমন (১২) বহুলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নামে এক শিশু নিহত হয়েছে।সে ছাব্বিশা সরঃপ্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

হরতাল চলাকালে দুপুরে বহুলী বাজারে জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোটা নিয়ে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।

এ সময় ঘটনাস্থলেই আলমগীর হোসেন সুমন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আহত হন অন্তত আরো ১০ জন। এছাড়া হরতালকারীরদের ছোড়া ককটেলের বিস্ফোরণে পুলিশের এসআই নুরুল ইসলাম আহত হন।

এ ঘটনার পর পুলিশ এলাকা ত্যাগ করলে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বহুলী বাজারে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা এক পথচারীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং দুই সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে।

এ সময় পুলিশসহ অন্তত অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।