রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

উল্লাপাড়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষে আহত ১০; বিজিবি মোতায়েন ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামাত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের  সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
 
রবিবার বেলা ১টার দিকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড়ে মহাসড়কের উপর অবস্থান নিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে
পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় অর্ধশতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে উল্লাপাড়া মডেল থানা গেটে ২টি ককটেল বোমারর বিস্ফোরন ঘটনা হয়েছে বলে জানা গেছে।

পরে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে, বগুড়া নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়ার ওয়াপদা মোড় ও বাখুয়া গ্রামের পাশে সকাল ৯টা থেকে বেলা ১২ পর্যন্ত অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সকালে উক্ত মহাসড়কে উপজেলার বালশাবাড়ি বাজারের পাশে অবরোধকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।  
 
বর্তমানে শহরে বিজিবি মোতায়ে করা হয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।