রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ককটেল বোমাসহ ৩ ডাকাতকে আটক করে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা হলো, রায়গঞ্জ উপজেলার হাতেম হাসিল গ্রামের ফজর আলী সেখের ছেলে লালন সেখ (৩৫), পাবনার ভাড়াড়া গ্রামের তাহুল খার ছেলে আলীম খান (৪০), একই জেলার কল্যাণপুর গ্রামের তজিম উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫০)।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রবিবার ভোর রাতে একদল ডাকাত অস্ত্র ও বোমা নিয়ে উপজেলার পল্লী সোনাই গ্রামের কয়েকটি বাড়ীতে ডাকাতির চেষ্টা করে। এসময় এলাকাবাসীর টের তাদের ধাওয়া দিয়ে দুটি ককটেল বোমাসহ ৩ জনকে আটকে রাখে। সংবাদ পেয়ে ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
- See more at: http://www.bd-pratidin.com/2013/12/08/30981#sthash.e9DXoRet.nqm4DiFc.dpuf
সিরাজগঞ্জের রায়গঞ্জে ককটেল বোমাসহ ৩ ডাকাতকে আটক করে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা হলো, রায়গঞ্জ উপজেলার হাতেম হাসিল গ্রামের ফজর আলী সেখের ছেলে লালন সেখ (৩৫), পাবনার ভাড়াড়া গ্রামের তাহুল খার ছেলে আলীম খান (৪০), একই জেলার কল্যাণপুর গ্রামের তজিম উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫০)।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রবিবার ভোর রাতে একদল ডাকাত অস্ত্র ও বোমা নিয়ে উপজেলার পল্লী সোনাই গ্রামের কয়েকটি বাড়ীতে ডাকাতির চেষ্টা করে। এসময় এলাকাবাসীর টের তাদের ধাওয়া দিয়ে দুটি ককটেল বোমাসহ ৩ জনকে আটকে রাখে। সংবাদ পেয়ে ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
- See more at: http://www.bd-pratidin.com/2013/12/08/30981#sthash.e9DXoRet.nqm4DiFc.dpuf
সিরাজগঞ্জের রায়গঞ্জে ককটেল বোমাসহ ৩ ডাকাতকে আটক করে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা হলো, রায়গঞ্জ উপজেলার হাতেম হাসিল গ্রামের ফজর আলী সেখের ছেলে লালন সেখ (৩৫), পাবনার ভাড়াড়া গ্রামের তাহুল খার ছেলে আলীম খান (৪০), একই জেলার কল্যাণপুর গ্রামের তজিম উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫০)।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রবিবার ভোর রাতে একদল ডাকাত অস্ত্র ও বোমা নিয়ে উপজেলার পল্লী সোনাই গ্রামের কয়েকটি বাড়ীতে ডাকাতির চেষ্টা করে। এসময় এলাকাবাসীর টের তাদের ধাওয়া দিয়ে দুটি ককটেল বোমাসহ ৩ জনকে আটকে রাখে। সংবাদ পেয়ে ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
- See more at: http://www.bd-pratidin.com/2013/12/08/30981#sthash.e9DXoRet.nqm4DiFc.dpuf

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।