Israil Babuসয়াধানগড়া গ্রামের গুলগুলা মোড়ে একটি গ্যাপা কুকুর আজ সকালে এক
শিশুকে কামুড়ে দিয়ে নাক কেটে ফেলেছে। এছাড়া কয়েকটি গরু, ছাগল ও মুরগী
কামুড়ে আহত করেছে। গ্রামের যুবকরা কুকুরটি মেরে ফেলার জন্য চেষ্টা করলেও
পারেনি। পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে এলাকাবাসী উপকৃত হবে।